বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

চাঁপাইনবাবগঞ্জে জোড়া খুনের মামলায় দুজন গ্রেপ্তার 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জে জোড়া খুনের মামলায় দুজন গ্রেপ্তার 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটিতে দুর্বৃত্তদের হামলায় জেলা পরিষদ সদস্য ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং স্কুলশিক্ষক আব্দুল মতিন নিহতের ঘটনায় ৫২ জনকে আসামি করে মামলা হয়েছে। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গত শুক্রবার রাতে মামলাটি করেন নিহত আব্দুস সালামের স্ত্রী ফেরদৌসী বেগম। মামলার প্রধান আসামি করা হয়েছে নয়ালাভাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল হককে। গ্রেপ্তার দুজন হলেন-মামলার প্রধান আসামি আশরাফুল হকের স্ত্রী আনোয়ারা বেগম আম্বিয়া ও ঘোড়া পাখিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আশরাফুল হক।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, শিবগঞ্জ থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামিদের ধরতে অভিযান চলছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ উপজেলার রানীহাটি কলেজের সামনে সঙ্গীদের নিয়ে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন জেলা পরিষদ সদস্য ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম। এসময় গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান হরিনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মতিন। এ ঘটনায় আহত হন আরো দুজন।  

টিএইচ